মূল্যতালিকা না থাকায় সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতে ৮ প্রতিষ্ঠানের জরিমানা

0
247

মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
নীলফামারীর সৈয়দপুরে শহরে নোংরা, পরিবেশে খাবার তৈরি ও পুরাতন পত্রিকা দিয়ে ইফতারির খাবার ঢেকে রেখে বিক্রি এবং খাদ্যপণ্যের মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক, চাউল মার্কেট মোল্লা রোডের বিভিন্ন প্রতিষ্ঠানে ওই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের ঢাকা বিরানী হাউজের রান্নাঘরে অত্যন্ত নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ওই প্রতিষ্ঠানের মালিক মো. জালালের ৫ হাজার টাকা, পুরাতন সংবাদপত্র দিয়ে ইফতারি ঢেকে রেখে বিক্রির দায়ে আজিম উদ্দিন হোটেলের ২ হাজার টাকা এবং ব্যবসা প্রতিষ্ঠানে খাদ্যপণ্যের মূল্যতালিকা না টাঙানোয় মোল্লা হাসান অয়েল মিল, মোল্লা মাসুদ অয়েল মিল, আফতাব আলম চাল দোকান, আজাদ চাল দোকান, কলিম উদ্দিনের চাল দোকান মালিকের প্রত্যেকের দুই হাজার টাকা করে এবং এসডি বাবু ওয়েল মিলের ৫ শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভ্রাম্যমান আদালত শহরের শহীদ তুলশীরাম সড়কের নাটোর দই ঘর ও শাহাজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সর্তক করেছেন। সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহমুদুল হাসান ওই আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার ও থানা পুলিশ সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here