ছাতকে প্রথম শ্রীকৃষ্ণপুর দিলালপুর প্রাইমারী স্কুলে শেখ রাসেল কর্ণার উদ্বোধন

0
263

ছাতক প্রতিনিধিঃ
ছাতকের শ্রীকৃষ্ণপুর দিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল কর্ণার উদ্বোধন করা হয়েছে। উপজেলার মধ্যে এ প্রথম কোন বিদ্যালয়ে শেখ রাসেল কর্ণার প্রতিষ্ঠা করা হয়। বুধবার বিকেলে বিদ্যালয়ের একটি সু-সজ্জিত কক্ষে শেখ রাসেল কর্নার আনুষ্ঠানিক উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। এর আগে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে বিদ্যালয় মাঠে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপেজলা নিবার্হী কর্মকর্তা মামুনুর রহমান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও শিক্ষক জুয়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত স্কুল ড্রেস বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপেজলা প্রাথমিক শিক্ষা কমর্কর্তা(ভারপ্রাপ্ত) মাসুম মিয়া, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাখাওয়াত হোসন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্থানীয় সাংবাদিক হাবিবুর রহমান নাছির। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বিদ্যালয়ের উন্নয়নে তার সর্বার্থক প্রচেষ্টা থাকবে বলে আশ্বস্থ করেন। এসময় তিনি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর স্কুল ড্রেস প্রদানের ঘোষনা দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, মাহবুব আলম, এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা মনফর আলী স্থানীয় হাজী মছব্বির আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল মছব্বির, স্থানীয় আব্দুল হামিদ, প্রভাষক মাওলানা আব্দুল রব, ইয়াছিন আলী, জহুর উদ্দিন আব্দুর রউফ, উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার তালুকদার, খাগহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলীসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন অতিথিবৃন্দ।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here