বদলে যাওয়া কক্সবাজার’ ফুটে উঠবে জমকালো উৎসবে

0
234

খবর৭১ঃ পর্যটন নগরী কক্সবাজারকে ঘিরে সরকারের যে উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়ন হতে চলেছে তার সাফল্য তুলে ধরতে উৎসব বসছে। বৃহস্পতিবার সৈকতের লাবনী পয়েন্টে জমকালো এই উৎসব ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘উন্নয়নের নতুন জোয়ার, বদলে যাওয়া কক্সবাজার’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজক প্রধানমন্ত্রী কার্যালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। আর উৎসবটি বাস্তবায়ন করছে কক্সবাজার জেলা প্রশাসন।

অনুষ্ঠান স্থলে চারটি স্টল থাকবে। স্টলগুলোতে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রাম, ঘুরে দাঁড়ানো বাংলাদেশের ইতিহাস, উন্নয়নশীল দেশে উত্তরণ, প্রধানমন্ত্রী ও বদলে যাওয়াকক্সবাজারের সামগ্রিক উন্নয়ন চিত্র তুলে ধরা হবে।

কক্সবাজার ঘিরে সরকারের নেওয়া ছোট-বড় ৭৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এসব প্রকল্পে ব্যয় হচ্ছে ১ লাখ কোটি টাকারও বেশি। এর মধ্যে আন্তর্জাতিক বিমান বন্দরের সাগর ছোঁয়া রানওয়ে। রেলপথ, সড়কপথ, গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ প্রকল্প, বিশেষ পর্যটন কেন্দ্রসহ অনেক মেগা প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।

সৈকতের অনুষ্ঠানে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের কয়েকজন উদ্ধতন কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, উৎসবে লক্ষাধিক মানুষের জমায়েত হবে বলে তারা আশা করছেন। এর বাইরে বেড়াতে আসা পর্যটকরাও আছেন।

দুই পর্বে হবে জমকালো এই উৎসব

দুই পর্বে ভাগ করা অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। এর মধ্যে রয়েছে, জাতীয় সঙ্গীত পরিবেশন, স্বাগত বক্তব্য, উন্নয়নশীল দেশে উত্তরণ বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন। সকাল সাড়ে ১০টায় কবিতা আবৃতি করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা।

এরপর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্ববোধক গান ও পল্লীগীতি, বিশিষ্ট ব্যক্তিদের সাথে স্কুল শিক্ষার্থীদের সংলাপ, স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে স্কুল পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। বেলা পৌনে ১টায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিনিধিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here