শুরুতে লিড নিয়েও জয় পেলো না আর্জেন্টিনা

0
196

খবর৭১ঃ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে জয় পায়নি আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার সকালে ইকুয়েডরের সঙ্গে তারা ১-১ গোলে ড্র করেছে।

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এই গোলে তারা এগিয়ে ছিল নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত। কিন্তু ম্যাচের যোগ করা সময়ে (৯০+৩) ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া গোল করে সমতা ফেরান। সেই সমতা নিয়ে শেষ হয় ম্যাচ।

শেষ ম্যাচ ড্র করে ১৭ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আলবিসিলেস্তারা। অবশ্য কাতার বিশ্বকাপের টিকিট তাদের আগেই নিশ্চিত হয়েছিল। শেষ দিকের ম্যাচগুলো আর্জেন্টিনার জন্য ছিল আনুষ্ঠানিকতার।

ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়াও লাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে উরুগুয়ে ও ইকুয়েডর। শেষ ম্যাচে বুধবার লুইস সুয়ারেজের গোলে উরুগুয়ে ২-০ গোলে হারিয়েছে চিলিকে। উরুগুয়ে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় ও ইকুয়েডর ২৬ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা পেরু খেলবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ।
শুক্রবার কাতার বিশ্বকাপ-২০২২ এর গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here