বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

0
179

খবর ৭১: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে সোমবার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন’’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এস এম আছাদুজ্জামান, পরিচালক, আইটিবিবিআর, এইআরই, সাভার, ঢাকা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উপর মূল্যবান বক্তব্য রাখেন এবং বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা নিহিত ছিল এবং এই ভাষণের মধ্যে জাতির জন্য দিকনির্দেশনা রয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, যার যার কর্ম, চিন্তা, সততা ইত্যাদির মধ্য দিয়ে সেই রক্তের ঋণ পরিশোধ করতে হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব জিয়াউল হাসান এনডিসি তাঁর বক্তব্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর গুরুত্বপূর্ণ ও তাৎপর্য তুলে ধরেন এবং ৭ মার্চের ভাষণকে একটি বিরল ও ঐতিহাসিক ভাষণ বলে উল্লেখ করেন। এছাড়া কমিশনের সদস্যবৃন্দ, বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থাপিত মূল বিষয়ের উপর আলোচনা করেন। কমিশনের সম্মানিত চেয়ারম্যান ড. মোঃ আজিজুল হক উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর উপর তাৎপর্যপূর্ণ বক্তব্য দেন। স্বাধীনতা দিবসের আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here