অভিযান ক্লাবের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

0
206

রেদোয়ান হোসেন জনিঃ
মিরসরাই ঐতিহ্যবাহী সামাজিক সেচ্ছাসেবী সংগঠন অভিযান ক্লাবের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। (২৫ মার্চ) বুধবার ক্লাব প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আমিনুল হক সজীবের সভাপতিত্বে এবং সহ-সভাপতি শাখাওয়াত হোসেন শওকত ও সাধারণ সম্পাদক শফিউল আলম সোহানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ স্বপন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ১নং করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কালাচাঁদ চৌধুরী, সহ-সভাপতি এমরান হোসেন, ১নং করেরহাট ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ শহীদ উল্লাহ, ঝর্না ব্রিকসের পরিচালক লুৎফর রহমান সোহাগ। এ সময় আরো উপস্থিত ছিলেন মিরসরাই সেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়ের সভাপতি আশরাফ উদ্দিন, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা দীন মোহাম্মদ, মধ্যম আমবাড়িয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, স্বপ্নতরী-৭১ সভাপতি খান মোঃ মোস্তফা সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন অভিযান ক্লাবের সাবেক সভাপতি মোতাহার হোসেন, আনোয়ারুল আজিম মিল্টন, সাবেক সহ সভাপতি ইসমাইল রাজু, সাবেক সাধারণ সম্পাদক রিপন কুমার দাশ, সাবেক কার্যকরী পরিষদের সদস্য ইকবাল ভূঁইয়া, কার্যকরী পরিষদ সদস্য সোলেমান উদ্দিন বাদশা, সালাউদ্দিন, জাকারিয়া মহিম, নুর উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদ হোসেন জুয়েল, প্রচার সম্পাদক নুর হাছান রোমেল, কোষাধ্যক্ষ মোঃ ইমাম হোসেন, ক্রীড়া সম্পাদক মাঈন উদ্দিন রিয়াদ, সাহিত্য ও সামাজিক সম্পাদক শফিকুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিতুন, সাংস্কৃতিক সম্পাদক আবিদ ভূঁইয়া প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এর আগে প্রতিযোগিতায় বিস্কুট দৌড়, হাড়ি ভাঙ্গা ,দড়ি লাফ, অংক দৌড় এবং মোড়গের লড়াই, আবৃত্তি, গান, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ সহ ৩০টি ইভেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী ১৩০ জন প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here