এবার রাশিয়ার সব সোনার ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র জি-সেভেনের

0
333

খবর৭১ঃ ইউক্রেনে রুশ আগ্রাসন দ্বিতীয় মাসে পা রেখেছে। এরই মধ্যে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। এবার রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সোনার আন্তর্জাতিক রিজার্ভের সঙ্গে জড়িত আর্থিক লেনদেনগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও জি-সেভেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার সোনা ব্যবহার করার ক্ষমতা সীমিত করার জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার কয়েক বছর ধরে সোনার এই রিজার্ভ গড়ে তুলেছে। বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম সোনার মজুদ রয়েছে রাশিয়ার।

এর আগে মার্কিন ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইটে একটি সতর্কবার্তায় জানিয়েছিল, রাশিয়া যেন নিষেধাজ্ঞা এড়াতে না পারে সে জন্য স্বর্ণ সংক্রান্ত রাশিয়ার লেনদেনও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। এবার সেই সতর্ক বার্তাই সত্যি হলো।

এদিকে, রাশিয়ার বেশ কয়েকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এবং রাশিয়ার জাতীয় সংসদের শতাধিক সংসদ সদস্য রয়েছেন। মস্কোর ওপর চাপ তৈরি করতেই নতুন এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানায় ওয়াশিংটন।

এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ মেশিনের শক্তিকে লক্ষ্য করেই গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। রাশিয়ার সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ‘এসবের ব্যাংক’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হারমান গ্রেফও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করে ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেন, ধারাবাহিক এসব অবরোধ আরোপের লক্ষ্য অর্জিত হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here