ভারতকে হারাতে বাংলাদেশের চাই ২৩০ রান

0
408

খবর ৭১: বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিতে ভারতের বিপক্ষে ২৩০ রান করতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। প্রথম বিশ্বকাপ খেলতে গিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে এসে পাকিস্তানকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায় টাইগ্রেসরা। আজ নিজেদের পঞ্চম ম্যাচে এসে ভারতকে হারাতে পারলে নিজেদের দ্বিতীয় জয়টিও পেয়ে যাবে বাংলাদেশের মেয়েরা।

নিউজিল্যান্ডের সেডন পার্কে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ অভার শেষে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২২৯ রান তোলে ভারত। তবে ইনিংসের শুরুতে অবশ্য মনে হয়েছিলো ভারতের রান তিনশ ছুঁই ছুঁই হবে।

ওপেনিং জুটিতে ৭৪ রান তুলে ফেললেও পরে এসে আর বেশি সুবিধা করতে পারেননি ভারতের ব্যাটাররা। অপেনার শেফালি ভার্মার ৪২ বলে ৪২ রানের পরে ইয়াসতিকা ভাটিয়ার ফিফটি ৮০ বলে ৫০ আর ইনিংসের শেষের দিকে পুজা ভেস্তাকার ৩৩ বলে ৩০* ও স্নেহা রানার ২৩ বলে ২৭ রানে ২২৯ রানের সংগ্রহ পায় ভারত।

বাংলাদেশের হয়ে বোলিংয়ে ঋতু মনি ১০ ওভারে ৩৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট আর নাহিদা আক্তার ৯ ওভারে ৪২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

২৩০ রানের লক্ষ্যটা বাংলাদেশের মেয়েদের জন্য একেবারে সহজও না। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ভারতের বিপক্ষে জয় তুলে নিতে হলে ব্যাটিংয়ে বেশ দৃঢ়তার পরিচয়ই দিতে হবে ফারজানা-জ্যোতিদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here