লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে কম্বল বিতরণ

0
247

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে অসহায় শীতার্তের মাঝে সাড়ে তিন শ’ কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় শহরের কয়ানিজপাড়া এলাকায় অবস্থিত সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম হুসাইন।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন মো. আতাহার হোসেন বাদশার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) এবং সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক লায়ন আমিনুল হক।
এতে অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর লায়ন কাজী জাহানারা, এনসিসি ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার ব্যবস্থাপক আব্দুল আউয়াল, ব্যবসায়ী ও ঠিকাদার লায়ন মো. কফিল উদ্দীন চৌধুরী প্রমূখ। শীতবস্ত্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমান।
এ কম্বল বিতরণ অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সদস্য, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here