চমক দেখিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান

0
322

খবর৭১ঃ যুব বিশ্বকাপে চমক দেখালো আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। শক্তিশালী শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালে নাম লেখাল আফগান যুবারা।

বৃহস্পতিবার রাতে এন্টিগায় টানটান উত্তেজনার ম্যাচে শ্রীলংকাকে ৪ রানে হারিয়ে তারা।

প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক সুলেমান সাফি ১ ও মিডলঅর্ডার ব্যাটার ইজান আহমেদ শূন্য রানে সাজঘরে ফিরলে বিপদে পড়ে আফগানিস্তান।

দলের হাল ধরেন আবদুল হাদি ও নূর আহমেদ। নূর আহমেদ ৪ ছক্কায় ৩৩ বলে ৩০ রান করলেও হাদি খেলেন ধীরগতির ধৈর্যশীল এক ইনিংস।

৯৭ বল খেলে ৩৭ রান করেন রানপুলের বলে আউট হন তিনি। ৪৭.১ বলে ১৩৪ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান।

জবাব দিতে নেমে আফগান বোলারদের তোপে ৪৩ রান তুলতেই ৭ উইকেট হারায় লঙ্কানরা। দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টা করেন লংকান অধিনায়ক দুনিথ ওয়েল্লালাগ। রাভিন ডি সিলভার সঙ্গে জুটি গড়েন। ৬১ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। রাভিন করেন ৮৪ বলে ২১ রান।

এ দুই ব্যাটারের টেস্ট মেজাজের ইনিংস দলকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ৪৬ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে যায় শ্রীলংকা।

এতে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় হয়ে গেছে শ্রীলঙ্কার। সুপার লিগের সেমিফাইনালে আফগানিস্তান লড়বে ইংল্যান্ডের বিপক্ষে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here