নড়াইলে শিক্ষকের পিটুনিতে ছাত্রের মৃত্যু

0
209

উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইলের লোহাগড়া উপজেলার ৩ নং শালনগর ইউনিয়নের মন্ডলভাগ আক্তার হোসেন এতিমখানা ও রহমানিয়া মাদ্রাসার এক শিক্ষকের পিটুনিতে আরিফ বিল্লাহ (৯) বছরের এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
২৩/১/২০২২ রবিবার সরেজমিন ঘুরে ও নিহত ছাত্রের পরিবারের সাথে কথা বলে জানা যায়,গত আট মাস আগে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়েছে আরিফ বিল্লাহ কে, সেখানে একটা বাড়িতে লজিং থাকত সে গত ৭/৮ দিন আগে মাদ্রাসায় টাকা হারানোর ঘটনা ঘটে,এই সুবাদে অত্র মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ, আরিফ বিল্লাহ কে ঘুমন্ত অবস্থায় লাঠি দিয়ে পিটায়,এর পরে সে অসুস্থ হয়ে পড়লে তিন দিন যাবত মাদ্রাসায় রেখে তাকে গোপনে চিকিৎসা দেয়। এরমধ্যে লজিং এর ওই বাড়ির মহিলা আরিফ বিল্লার কথা জিজ্ঞেস করলে অন্য ছাত্ররা জানায় সে অসুস্থ তখন ওই মহিলা আরিফ এর বাড়িতে ফোন করে জানান, এরপরে আরিফ এর অসুস্থতার খবর পেয়ে লাহুড়িয়া থেকে তার ফুফু এসে তাকে নিয়ে যায়, এরপরে আরিফ তার পরিবার কে সব কথা খুলে বলেন বলে জানা গেছে, আরিফের বাবা ইতনা ইউনিয়নের ডিগ্রির চর গ্রামের নুরইসলাম সে ঢাকায় চাকরিতে ছিলেন ছেলের উপর মারপিটের ঘটনা শুনে বাড়িতে আসলে এক দিন পরে মৃত্যু হয় আরিফের। আরিফের বাবার সাথে কথা বলে জানা যায়, তিনি সব খবর পেয়ে বাড়িতে আসলে তাকে তার ছেলে খুলে বলেছেন ওই মাদ্রাসার শিক্ষক আব্দুল্লা আরিফের পুরুষাঙ্গের সাইট দিয়ে মারধর করে। আর তার মারপিটে অসুস্থ হয়ে ২৩/১/২০২২ তারিখ আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে তার ছেলে আরিফ মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ করেন তিনি।এবং এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন শিক্ষকের। এবিষয়ে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ আশরাফ আলী”র সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি পলাতক রয়েছে বলে জানা গেছে, এবং ওই শিক্ষক আব্দুল্লার সাথে যোগাযোগ করলে তিনিও পালিয়েছে বলে জানা যায়, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলন বলেন খবর পেয়ে পুলিশ সরেজমিনে গিয়ে লাশের সুরাতাল শেষ করে নড়াইল সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। মেডিকেল রিপোর্ট আসলে নিশ্চিত করা হবে কি ভাবে মৃত্যু হয়েছে। এই শিশুর এই মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here