জনসনের টিকার প্রথম চালান দেশে

0
146

খবর৭১ঃ জনসন অ্যান্ড জনসনের করোনা প্রতিরোধী টিকার প্রথম চালান দেশে এসে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সহায়তা হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক গনমাধ্যমকে এই তথ্য জানান।

ডা. শামসুল হক বলেন, `জনসনের টিকা এই প্রথম বাংলাদেশে এসেছে। প্রথম চালানে তিন লাখ ৩৬ হাজার ডোজ টিকা এসেছে। এই টিকা অন্যান্য টিকার মতোই সংরক্ষণ করা যাবে।’

গত জুন মাসে জনসনের কোভিড টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পায়। যুক্তরাষ্ট্রের কোম্পানি জনসন অ্যান্ড জনসনের সহযোগী প্রতিষ্ঠান জেনসেন ফার্মাসিউটিক্যালসের তৈরি এই টিকার ৬৬ শতাংশ কার্যকারিতা পাওয়া গিয়েছিল বিশ্বজুড়ে ব্যাপক পরীক্ষামূলক প্রয়োগে। আর যুক্তরাষ্ট্রের ভেতরে কোভিড-১৯ প্রতিরোধে কার্যকারিতার হার ছিল ৭২ শতাংশ।

প্রসঙ্গত, এর আগে দেশে যত টিকা দেওয়া হচ্ছে তার সবগুলোই দুই ডোজের হলেও জনসনের এক ডোজের টিকা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here