বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

0
456

খবর৭১ঃ ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে বল হাতে সুবিধা করতে পারছে না বাংলাদেশি বোলাররা। নিউজিল্যান্ডের দলীয় অধিনায়ক এবং ওপেনার টম লাথামের দুর্দান্ত সেঞ্চুরি এবং ডেভন কনওয়ের ফিফটির সুবাদে এখন পর্যন্ত ১ উইকেটে ৩০৩ রান তুলেছে কিউইরা।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক মুমিনুল হক। ফলে টস হেরে ব্যাট করতে করতে নামে স্বাগতিক নিউজিল্যান্ড। ব্যাট হাতে ওপেনিং জুটিতে ১৪৮ রান তুলেছে ব্ল্যাক ক্যাপসরা। দুই ওপেনারই পান অর্ধশতকের দেখা। দীর্ঘ প্রতীক্ষার পর ইনিংসের ৩৮তম ওভারে উইল ইয়ংকে ফেরান শরিফুল ইসলাম। আউট হওয়ার আগে ৫৪ রান করেন ইয়ং। ১১৪ বলে খেলা ইনিংসটি ৫টি চারে সাজানো।

এদিকে নিজের অর্ধশতককে শতকে পরিণত করেন কিউই অধিনায়ক টম লাথাম। মেহেদি হাসান মিরাজের বলে সিঙ্গেল নিয়ে ব্যক্তিগত ১২তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠেন লাথাম। দ্বিতীয় উইকেট জুটিতে তুলেন অপ্রতিরোধ্য ১৫৫ রানের জুটি। এখন ১৭০ রানে টম লাথাম এবং ৭৮ রানে ডেভন কনওয়ে অপরাজিত রয়েছেন।

বাংলাদেশ একাদশ:

সাদমান ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, লিটন দাস, ইয়াসির আলি, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ:

টম লাথাম, উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকলস, টম ব্লান্ডেল, ড্যারেল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here