প্রথমবারের মতো ইরান সফরে তালেবান পররাষ্ট্রমন্ত্রী

0
270

খাবার
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি খান দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় আলোচনা করতে প্রথমবারের মতো ইরান সফর করছেন। শনিবার তালেবান সরকারের এই পররাষ্ট্রমন্ত্রী তেহরান পৌঁছান।

এএফপির খবরে বলা হয়েছে, আফগানিস্তান ও ইরানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, ট্রানজিট এবং শরণার্থী ইস্যুতে আলোচনা করতে এই সফর।

ইরানে ১০ লাখের বেশি আফগান শরণার্থী রয়েছে। ভবিষ্যতে আরও শরণার্থী আশ্রয় দিতে হবে এমন আশঙ্কা থেকে ইরান তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক গড়ার ইঙ্গিত দিয়েছে। তবে আন্তর্জাতিক অন্যান্য দেশের মতো ইরান এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। স্বীকৃতির পেতে তেহরান তালেবানকে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান জানিয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ বলেন, ইরান এখনই তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে না।

শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের সঙ্গে আফগানিস্তানের ৯০০ কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here