সৈয়দপুরে গণতন্ত্র হত্যা দিবস পালন করলো বিএনপি

0
242

মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে আজ বুধবার বিকেলে শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে ওই কর্মসুচি পালন করা হয়। ঘন্টাব্যাপি চলা মানববন্ধন কর্মসূচিতে জেলা, থানা ও পৌর বিএনপিসহ যুবদল,
ছাত্রদল, মহিলাদল ছাড়াও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এসময় বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় ২০১৪ সালের ৫ জানুয়ারী ভোটারবিহীন নির্বাচনকে গণতন্ত্র হত্যার নির্বাচন অাখ্যায়িত করে বক্তব্য বলেন,সৈয়দপুর জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সদস্য সচিব ও পৌর কাউন্সিলর শাহীন আকতার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা এ্যাড এস এম ওবায়দুর রহমান, প্রভাষক শওকত হায়াৎ শাহ, শফিকুল ইসলাম জনি, পৌর বিএনপির আহবায়ক শেখ বাবলু প্রমুখ। বক্তারা সাবেক প্রধানমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দিতে সরকারের প্রতি জোর দাবী জানান। একইসাথে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য নির্দলীয় নির্বাচন কমিশন গঠনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন সংগ্রামে অংশ নিতে দলের সকল নেতাকর্মী ছাড়াও দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here