ভারতে এক দিনে ৫৫ শতাংশ নতুন রোগী

0
237

খবর৭১ঃ করোনাভাইরাসে নতুন ধরন ওমিক্রন নিয়ে আতংকের মধ্যেই প্রতিবেশি দেশ ভারতে এক দিনেই শনাক্ত হয়েছে ৫৮ হাজার ৯৭ জন কোভিড রোগী। আগের এক দিনের তুলনায় নতুন রোগীর এই সংখ্যা ৫৫ শতাংশ বেশি। আর এ নিয়ে দেশটিতে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা চার দিনেই দ্বিগুণ হয়ে গেছে।

এনডিটিভি জানিয়েছে, ভারতে এখন পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে ২ হাজার ১৩৫ জনের মধ্যে নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। ওমিক্রনে আক্রান্ত রোগীদের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ৬৫৩ জন শনাক্ত হয়েছে। আর দিল্লিতে শনাক্ত হয়েছে ৪৬৪ জন।

রয়টার্স বলেছে, সোমবার ভারতে ৩৭ হাজার ৩৭৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। আর তার আগের দিন রবিবার শনাক্ত হয়েছিল ৩৩ হাজার ৭৫০ জন। আর সবমিলিয়ে দেশটিতে কোভিয শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে তিন কোটি ছাড়িয়ে গেছে।

ভারতের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মঙ্গলবার করোনাভাইরাসে ৫৩৪ জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৮২ হাজার ৫৫১ জনে। দেশটিতে এই মুহূর্তে কোভিড নিয়ে চিকিৎসাধীন আছেন ২ লাখ ১৪ হাজার ৪ জন। অর্থাৎ আক্রান্ত হওয়ার পর তারা এখনও সেরে ওঠেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here