সংসদ অধিবেশন ১৬ জানুয়ারি

0
487

খবর৭১ঃ  নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু হচ্ছে আগামী ১৬ জানুয়ারি। ওই দিন বিকাল ৪টায় অধিবেশন শুরু হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। এটি একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশন।

শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৬ জানুয়ারি (রবিবার) একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

এর আগে গত বছরের ২৮ নভেম্বর সংসদের পঞ্চদশ অধিবেশন শেষ হয়। অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ১৫তম অধিবেশনের কার্যদিবস ছিল নয়টি।

এদিকে সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here