সৈয়দপুরে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন

0
354

মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
আজ শনিবার (১ জানুয়ারী)
বছরের প্রথমদিনে সৈয়দপুর উপজেলার বিদ্যালয়গুলোতে ছাত্র ছাত্রীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শহরের রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল। রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবায়দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নিরঞ্জন কুমার শীল, পৌর কাউন্সিলর মো. নজরুল ইসলাম রয়েলসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ওই দিন সকালে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এবং বিকেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

এর আগে একই সময়ে শহরের মিস্ত্রীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের নতুন বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।বিদ্যালয় পরিচালনায় আহবায়ক কমিটির সভাপতি ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুসারাত জাহান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুনসহ অন্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও শহরের বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এখানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার মো. রেজোয়ানুল হক। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রেজাউল ইসলাম রেজু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আজ নতুন বছরের প্রথম দিন সারাদেশের মত সৈয়দপুর উপজেলার ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ করা হয়।

মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধি
তারিখ -০১-০১-২০২২ইং
মোবাইল -০১৯১৬৫৬৬৫০৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here