পার্বতীপুরের বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন

0
221

মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
সৈয়দপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২১-২০২২ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বেলাইচন্ডী বাস স্ট্যান্ড এলাকার মনপুরা মাঠে ওই ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামানিক প্রামাণিক. অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আমিরুল মোমিনুল মোমিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি একেএম খুরশীদ আলম মজনু। এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন বেলাইচন্ডী ইয়ং সোসাইটির উপদেষ্টা ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল আজিজ প্রমূখ। অনুষ্ঠানে বেলাইচন্ডী ইয়ং সোসাইটির উপদেষ্টা
অধ্যাপক আলহাজ্ব মো. জালাল উদ্দীন আহমেদ, সহ-সভাপতি জাহাঙ্গীর
আলম বিপ্লব, সাধারণ সম্পাদক মো. বাবর আলীসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

বেলাইচন্ডী ইয়ং সোসাইটির আয়োজনে চতুর্থবারের মতো এ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধনী খেলায় রংপুরের পীরগজ্ঞ জয় স্পোর্টিং ক্লাব ও দিনাজপুর মানু স্মৃতি ফুটবল একাডেমী পরস্পরের মুখোমুখি হয়। এতে পীরগজ্ঞ জয় স্পোর্টিং ক্লাব ২-১ গোলে দিনাজপুরে মানু স্মৃতি ফুটবল একাডেমীকে পরাজিত করে। উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন নীলফামারীর স্বনামধন্য রেফারী ভুবন মোহন তরফদার। সহকারী রেফারি ছিলেন মো. রওশন ও গোবিন্দ। খেলায় ধারাভাষ্য দেন দিনাজপুরের বীরগঞ্জের তৌফিকুল আলম তৌফিক।

আগামী ৭ জানুয়ারী ফুটবল টূর্ণামেন্টের দ্বিতীয় খেলায় সৈয়দপুর ফুটবল একাডেমী বনাম চুয়াডাঙ্গা ফুটবল খোলোয়াড় সমিতি পরস্পরের মুখোমুখি হবে।
উল্লেখ্য, বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজনে এ টূর্ণামেন্টে চতুর্থ আসরে স্বাগতিক দলসহ সৈয়দপুর, রংপুর,দিনাজপুর, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, পঞ্চগড়, রাজশাহীসহ ৮ টি ফুটবল দল অংশ নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here