জবির পরিসংখ্যান ডিবেটিং ক্লাবের নতুন নেতৃত্বে

0
242

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের ডিবেটিং ক্লাব (এসডিসি) এর ২০২১-২২ শিক্ষাবর্ষের পরিচালনা পর্ষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক হিসেবে মো. ইউসুফ হোসেন আদর নির্বাচিত হয়েছেন। এছাড়াও এসডিসি’র মডারেটর হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহজাদী আইরিন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সংগঠন সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘তর্কে নয়, বিতর্কেই মুক্তি’ এ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিসংখ্যান ডিবেটিং ক্লাবের ২০২১-২২ সেশনের জন্যে সভাপতি পদে মো. নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে মো. ইউসুফ হোসেন আদর নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি জেসমিন জাহান শারমিন, মো. জাহেদ ইকবাল, তানাজ্জুম আক্তার আদিবা, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুরাম সিংহ, শবনম বশির একা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ তানজীদ, সুবর্ণ আসসাইফ, অর্থ সম্পাদক তাহসিনা ফারিহা ওহী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হামিমুল হক শিহাব, দপ্তর সম্পাদক শারমিন আক্তার রিনি, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক মো. আব্দুল্লাহ আল ইয়াছির, তথ্য ও গবেষণা সম্পাদক এস এম নাদিম মাহমুদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাফসা ইসলাম শ্রাবণী, কার্যনির্বাহী সদস্য মো. কামরুজ্জামান শানিল, মো. আব্দুল কাদের টুটুল, রিফাত চৌধুরী সজল, মো. মাঈনুল হক সাকিব, ফওজিয়া আফিয়া জিনিয়া, ঋতিক আচার্য, মো. মেহরাব হোসেন অপি, মো. আল-আমিন হোসেন।

নতুন কমিটির সভাপতি মো. নুরুজ্জামান বলেন, ‘তর্কে নয়, বিতর্কেই মুক্তি’ এ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিবেটিং ক্লাব এগিয়ে যাবে। বিভাগের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চার আগ্রহ সৃষ্টি ও জ্ঞানের উৎকর্ষ সাধনের মাধ্যমে আলো ছড়িয়ে দিবে এসডিসি।

সাধারণ সম্পাদক মো. ইউসুফ হোসেন আদর বলেন, সুষ্ঠু বিতর্কধারা বজায় রাখতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। সকলের সহযোগিতা কামনা করছি।

এছাড়া ২০১৮-১৯ কার্যনির্বাহী কমিটির সভাপতি আহমেদ সালেহীন এবং সাধারণ সম্পাদক মুন্নী আক্তার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শেষ গিয়াস উদ্দিন।

এছাড়াও উপদেষ্টামণ্ডলী হিসেবে রয়েছেন বিভাগের অধ্যাপক মো. আশরাফ-উল-আলম, অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. আবু সাইদ মো. রিপন রউফ, অধ্যাপক ড. মুহাম্মদ তারেক, সহযোগী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. সানোয়ার হোসেন, সহকারী অধ্যাপক আবদুল বাতেন, সহকারী অধ্যাপক মানসুরা বেগম, সহকারী অধ্যাপক শাহানাজ পারভীন, সহকারী অধ্যাপক মো. সাইফুল্লাহ সাকিব, প্রভাষক সালমা আক্তার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের এডিসি (ক্যান্টনমেন্ট জোন) ইফতেখায়রুল ইসলাম, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ, পরিসংখ্যান ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি আহমেদ আবদুস সালেহ সালেহীন ও সাবেক সাধারণ সম্পাদক মুন্নী আক্তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here