সুন্দরগঞ্জে সরকারী কর্মকর্তাদের প্রকল্প পরিদর্শন

0
588

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটী কাপাসিয়ার চরে বে-সরকারী সংস্থা ‘এসোড’র বাস্তবায়নে ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্প পরিদর্শন করেছেন সরকারী কর্মকর্তাগণ।
বৃহস্পতিবার বিকেলে ব্রহ্মপুত্র-তিস্তা নদ-নদীর চরে প্রকল্প পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল- মারুফ। এসময় ছিলেন, উপজেলা মৎস্য অফিসার তারিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার একেএম ফরিদুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, মহিলা বিষয়ক অফিসার সুমি কায়সার, যুব উন্নয়ন অফিসার জাফর আহমেদ লস্কর, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) খোকন রানা, সহকরী প্রোগ্রামার কৃষ্ণ চন্দ্র রায়।
বে-সরকারী স্বেচ্ছাসেবী সংস্থা এসোড কর্তৃক বাস্তবায়িতব্য কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও জুরিখ ফাউন্ডেশনের অর্থায়নে ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় চরা লে বাস্তবায়িতব্য এ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শণকালে স্থানীয় আদর্শবাজারস্থ ক্র্যাগ কার্যালয়ে এসোর্ড’র প্রকল্প কো-অর্ডিনেটর এমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় এ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন ফ্লাড রেজিলিয়েন্স ফিল্ড কো-অর্ডিনেটর ওহিদুল ইসলাম, এসোড’র প্রকল্প ব্যবস্থাপক শাহীন আহমেদ, ফিল্ড অফিসার মোক্তার হোসেন, ফিল্ড ফ্যসিলিটেটর ফারহানা আফরোজ, মিজানুর রহমান, সিসিজি সভাপতি সাইদুর রহমান, ক্র্যাগ’র সভাপতি রাজা মিয়া, সধারণ সম্পাদক শাহীনুর বেগম প্রমূখ। প্রকল্প পরিদর্শনককালে উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য দপ্তরের অফিসারগণ সংশ্লিষ্টতার ভিত্তিতে তাঁদের স্ব-স্ব দাপ্তরিক সহযোগীতা ও পরামর্শ প্রদান করেন। এ সময় সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিক, এসোড, ফ্লাড রেজিলিয়েন্স, জুরিখ ফাউন্ডেশন’র প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here