​ঘোড়াঘাটে ৪ ইউনিয়নে ভোট গ্রহণ ৩১ জানুয়ারী

0
207

ঘোড়াঘাট(দিনাজপুর) থেকে মোঃ মোফাজ্জলহোসেনঃ
৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নে আগামী ৩১ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফশীল ঘোষনার পর পরই দৌড় ঝাঁপ শুরু করেছে স্বম্ভাব্য প্রার্থীরা। তফশীল ঘোষনার পর ইতি মধ্যেই ৪টি ইউনিয়নের সরকার দলীয় আওয়ামীলীগের ইউনিয়ন কমিটি নৌকা প্রতীক প্রত্যাশী প্রার্থীদের নিকট থেকে আবেদন পত্র গ্রহণ করে গত ২২ ডিসেম্বর জেলা কমিটিতে প্রেরণ করা হয়েছে। ঘোড়াঘাটে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা চেয়ে ইউনিয়ন কমিটির বর্ধিত সভায় ১নং বুলাকিপুর ইউনিয়নে ৭জন,২নং পালশা ইউনিয়নে ৬ জন,৩নং সিংড়া ইউনিয়নে ৭ জন ও ৪নং ঘোড়াঘাট ইউনিয়নে ৬জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী আবেদনপত্র জমা দিয়েছেন। এ সব আবেদন পত্র যাচাই বাছাই করে জেলা কিমিটি কেন্দ্রীয় কমিটিতে প্রেরণ করা হয়েছে বলে জেলা কমিটি থেকে জানা গেছে। নৌকা প্রতীক প্রত্যাশীরা ব্যাপক লবিং গ্রুপিং শুরু করেছে।বিএনপি স্বানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশ গ্রহণ না করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। ৪টি ইউনিয়নে একাধিক স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ শুরু করেছে তারা। ৪টি ইউনিয়নে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যরাও তাদের স্ব-স্ব ওয়ার্ড থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মানিক বলেন, ঘোষিত তফশীল ্অনুযায়ী আগামী ৩১ জানুয়ারী/২২ ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।রবিবার থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ শুরু করেছেন। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৩ জানুয়ারী,যাছাই বাছাই ৬ জানুয়ারী,বাছাই শেষে আপিলের শেষ তারিখ ৭ ও ৯ জানুয়ারী,আপিল শুনানী ও নিষ্পত্তি ১০ ও ১২ জানুয়ারী,প্রার্থীতার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারী, প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারী, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারী।তিনি বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফশীল মোতাবেক নির্ধারিত তারিখে সুষ্ঠ ও শান্তিপুর্ণ পরিবেশে ্অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।এবারই প্রথম ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নে ইভিএম(ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) এর মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here