বিশ্বে ২০২১ সালে ৪৬ সাংবাদিক নিহত!

0
420

খবর৭১ঃ বিশ্বে বর্তমানে ৪৮৮ জন সাংবাদিক বিভিন্ন দেশে কারাবন্দি রয়েছেন। এ ছাড়া নিহত হয়েছেন ৪৬ জন সাংবাদিক।
২০২১ সালের চিত্র তুলে ধরে বৃহস্পতিবার (১৬ ‍ডিসেম্বর) এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। সংগঠনটি বলছে, গত ২৫ বছরের মধ্যে ২০২১ সালে সবচেয়ে বেশি সাংবাদিক গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। তবে এ বছর সবচেয়ে কম সাংবাদিক নিহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যে তুলনামূলক স্থিতিশীল পরিস্থিতি থাকায় সাংবাদিক নিহত হওয়ার ঘটনা কমেছে বলে জানিয়েছে সংগঠনটি। সংগঠনটি আরও বলেছে, গত বছরের তুলনায় সাংবাদিকদের নির্যাতনের ঘটনা বেড়েছে। সাংবাদিক নির্যাতন করা দেশগুলোর মধ্যে রয়েছে হংকং, মিয়ানমার ও বেলারুশ।

আরএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছরে যে সংখ্যক নারী সাংবাদিককে আটক হয়েছেন পূর্ববর্তী কোনো বছরে এমনটা হয়নি।

চলতি বছর নারী সাংবাদিক আটক হয়েছেন ৬০ জন; যা ২০২০ সালের তুলনায় এক-তৃতীয়াংশ বেশি।

বিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে বড় কারাগার চীন। সেখানে বর্তমানে আটক আছেন কমপক্ষে ১২৭ জন সাংবাদিক। গ্রেপ্তারের ঘটনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমার। দেশটিতে গ্রেপ্তার হয়েছেন ৫৩ জন সাংবাদিক। এ ছাড়া ভিয়েতনামে ৪৩, বেলারুশে ৩২ ও সৌদি আরবে গ্রেপ্তার হয়েছেন ৩১ জন।

এছাড়া চলতি বছর ৬৫ জন সাংবাদিককে অপহরণ করা হয়েছে। যার মধ্যে ৬৪ জনই মধ্যপ্রাচ্যের তিন দেশ সিরিয়া, ইরাক ও ইয়েমেনে। বাকী একজন অপহৃত হয়েছে ফ্রান্সে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here