বিমানের পেটে ঘুমিয়ে পড়া কর্মী জেগে দেখেন তিনি বিদেশে!

0
220

খবর৭১ঃ কার্গো বিমানে মালামাল উঠাচ্ছিলেন এক কর্মী। নিজের অজান্তেই ক্লান্ত ওই কর্মীটি ‘কার্গো হোল্ড’ অর্থাৎ বিমানের পেটে যাত্রীদের মালপত্র রাখার জায়গায় জিনিসপত্র তোলার কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন।

সেই অবস্থায় বিমান তাকে নিয়ে চলে গেল বিদেশে! অভাবনীয় এ ঘটনাটি গত রোববার ঘটেছে ভারতের মুম্বাইয়ে। খবর আনন্দবাজার পত্রিকার।

ইন্ডিগো বিমান সংস্থার ওই কর্মী আপাতত আবুধাবিতে রয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এবং ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)।

আবুধাবি পৌঁছে কার্গো হোল্ড খুলতেই স্থানীয় কর্মীদের চোখ কপালে উঠে যায়। কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই এক ভারতীয় আবুধাবি পৌঁছে যাওয়ায় বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানানো হয়েছে।

সেখান থেকে তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে তবেই তাকে ভারতে আনা হবে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

বিমানের এক পাইলট বলেন, যাত্রী কেবিনের হাওয়াই ঘুরে কার্গো হোল্ডে যায়। তাই সেখানে অক্সিজেনের অভাব থাকে না। কিন্তু বায়ুচাপ ও তাপমাত্রার তারতম্য হলে সেখানে কোনো প্রাণীর বেঁচে থাকার কথা নয়।

সেই জন্য যখন কেউ কার্গো হোল্ডে খাঁচায় ভরে কোনো পোষ্যকে নিয়ে যান, তখন আমাদের বলে দেওয়া হয়। আমরা বায়ুচাপ ও তাপমাত্রা ঠিক রেখে দেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here