বৃষ্টি থেমেছে, খেলা শুরুর অপেক্ষায় ক্রিকেটাররা

0
162

খবর৭১ঃ ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত দুই দিনে খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার। চতুর্থদিনের শুরুতে বৃষ্টি থামলেও ভেজা আউটফিল্ডের জন্য এখনও মাঠে নামা হয়নি দুদলের। তবে খেলার আশায় মাঠে এসেছেন বাবর-মুমিনুলরা। এখন শুরুর অপেক্ষায় রয়েছেন তারা।

বৃষ্টির এবং আলোকস্বল্পতার কারণে প্রথম দিনের তৃতীয় সেশনে একটি বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনে কোনো ৬.২ ওভার খেলার পরপরই আবারও বৃষ্টি নামলে ওখানেই দিনশেষ হয়। আর চতুর্থদিনে তো মাঠেই আসা হয়নি ক্রিকেটারদের। ফলে নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেটে ১৮৮ রানে থেমে আছে পাকিস্তানের ইনিংস।

চতুর্থ দিনে আবারও মাঠে বল গড়ানোর সম্ভাব্য দেখছেন আম্পায়াররা। সেজন্য এসেছেন ক্রিকেটাররা। কিন্তু বৃষ্টি থামলেও মাঠে আউটফিল্ড এখনও ভেজাই রয়েছে। তাই খেলা শুরু হতে কিছুক্ষণ দেরি হচ্ছে। ১০টা ৫০ মিনিটে মাঠে বল গড়াবে বলে আশা করা হচ্ছে। চতুর্থ দিনে ৯৮ ওভার খেলার কথা থাকলেও খেলা হবে ৮৬ ওভারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here