ফ্রান্সের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

0
234

এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স। সোমবার তার করোনা শনাক্ত হয়। তিনি ইতিমধ্যে করোনার দুটি টিকাই নিয়েছেন। খবর এএফপির।

ফ্রান্সের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, প্রথমে জ্যঁ ক্যাসটেক্সের এক মেয়ের করোনা শনাক্ত হয়। পরে তিনি দ্রুত করোনার পিসিআর পরীক্ষা করান। পরীক্ষায় তারও করোনা পজিটিভ আসে।

খবরে বলা হয়, জ্যঁ ক্যাসটেক্স স্থানীয় সময় সোমবার সকালেও ব্রাসেলসে ছিলেন। সেখানে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রোর সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন ও ইউরোপের মন্ত্রী ক্লেমেন্ট বিউনও ছিলেন তার সফরসঙ্গী।

প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, জ্যঁ ক্যাসটেক্স এখন ১০ দিনের আইসোলেশনে আছেন। তবে সেখানে থেকেই তিনি দাপ্তরিক কাজ আঞ্জাম দিচ্ছেন।

৫৬ বছর বয়সী জ্যঁ ক্যাসটেক্স করোনার দুই ডোজ টিকা নিয়েছেন।

এর আগে গত বছর ফ্রান্সের প্রেসিডেন্টের এমানুয়েল মাখোঁ সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here