পাইকগাছায় পাবলিক লাইব্রেরী ও যাদুঘরের করুণ দশা

0
216

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা প্রশাসন ও পৌর সভার সমন্বয়হীনতার কারণে পাবলিক লাইব্রেরী ও যাদু ঘর ধ্বংসে উপক্রম হয়ে পড়েছে। পাঠক শুন্য হয়ে পড়েছে লাইব্রেরী।
পাইকগাছা পৌরসভার প্রাণকেন্দ্রে পাইকগাছা পাবলিক লাইব্রেরী ও যাদুঘর ১৯৮৫ সালে তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট স ম বাবর আলী প্রতিষ্ঠা করেন। যার আজীবন সদস্য ১শ’৪৬ সাধারণ সদস্য ৯শ’৩৮ জন। দু’শ বই নিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীতে বই সংখ্যা ছিল ৫ হাজার। বর্তমান অনেক বই হারিয়ে গেছে। ১৫টি আলমারি, ২০খানা কাঠের চেয়ার, ৪টি টেবিল থাকলেও সবই প্রায় ব্যবহার অনোপযোগী। দেখানো হলেও তার সংখ্যা অনেক কম হবে। লাইব্রেরির ভবনটির অবস্থা খুই করুন। অনেক অংশে ফাটল দেখা দিয়েছে। প্রতিষ্ঠার পর থেকে ২-৩শ পাঠকের আনাগোনা থাকলেও বর্তমান তা পাঠকশূন্য হয়ে পড়েছে। মাঝে মধ্যে ২/১ জন পাঠক অতি প্রয়োজনে যায় বলে জানা যায়। বর্তমান লাইব্রেরিয়ান আবুল কালাম আজাদ বলেন, ৮ বছর আগে আমাকে পৌরসভার মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছে। এখানে এসে যা পেয়েছি তা নিয়েই দায়িত্ব পালন করছি। এ ব্যাপারে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ১৯৯৯ সালে পৌরসভা অলিখিতভাবে লাইব্রেরি ও যাদুঘর দেখাশুনার দায়িত্ব পায়। উপজেলা পরিষদ লিখিতভাবে হস্তান্তর না করায় অবকাঠামো কোন পরিবর্তন করা বা যাদুঘরের স্মৃতি নিদর্শন রক্ষণাবেক্ষণ করা সম্ভব হচ্ছে না। সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট স ম বাবর আলী বলেন, উপজেলা কর্মকর্তা অফিসারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এটা প্রতিষ্ঠা করি। যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলাম আজ তা ধ্বংসের দার প্রান্তে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, আমি এ উপজেলায় সদ্য যোগদান করেছি। বিস্তারিত খোঁজ খবর নিয়ে কিভাবে এর উন্নতি করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here