সমবায়ের মাধ্যমে আত্মনির্ভশীল জাতি গঠন করাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন

0
187

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সমবায়ের মাধ্যমে একটি আত্মনির্ভশীল ও বৈষম্যহীন জাতি এবং সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। দেশের সর্বস্থরের মানুষ সমবায়ের পতাকাতলে এসে নিজের, সমাজের এবং রাষ্ট্রের উন্নয়নে অংশ নেয়ার আহবান জানান বক্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সাধারন সম্পাদক আব্দুল আলিম, সিসিএফ কর্মকর্তা-কর্মচারী শ্রমিক সমবায় সমিতির সভাপতি সেক্রেটারী আজিজুর রহমান, সমবায়ী সংগঠক শাহ আলম, জাহাঙ্গির আলম, গৌছ উদ্দিন খান, খায়রুল আলম, সামছুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলার ৫জন শ্রেষ্ট সমবায়ী ও ৪টি শ্রেষ্ট সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সিসিএফ কর্মকর্তা-কর্মচারী শ্রমিক সমবায় সমিতি, পান্ডব সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, হায়দরপুর মৎস্য সমাবায় সমিতি এবং সততা সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ট সমবায়ী সংগঠক হিসেবে জাহাঙ্গির আলম, খায়রুল আলম, গৌছ উদ্দিন খান, শাহ আলম ও সামছুল ইসলামকে পুরস্কার প্রদান করা হয়। উপজেলার ১৪৬টি সমবায় সংগঠনের মধ্যে ৫৬টি সংগঠন সমবায়ের র‌্যালীতে অংশগ্রহন করে।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here