সৈয়দপুরে কেন্দ্রীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর

0
353

মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহা অষ্টমীর দিনে আজ বুধবার সৈয়দপুর কেন্দ্রীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন নীলফামারী -২ আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি মন্ত্রী নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। দুপুরে তিনি বিমানযোগে ঢাকা যাওয়ার পথে সৈয়দপুরে ওই দূর্গাপূজা মন্ডপটি পরিদর্শন করেন। এমপি নূর সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কে (দিনাজপুর রোড) কেন্দ্রীয় দূর্গাপূজা মন্ডপে এসে পৌঁছুলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সৈয়দপুর উপজেলা শাখা ও সৈয়দপুর কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি শহরের বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে তিনি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজারী ও দর্শাণার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি । এছাড়া সৈয়দপুরে দূর্গাপূজা উদযাপনের বিষয়ে খোঁজ খবর নেন।

সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের সাথে এ সময় অন্যদের
মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সৈয়দপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন,নীলফামারী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, নীলফামারী জেলা পরিষদ সদস্য ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছা.ইসরাত জাহান পল্লবী, সৈয়দপুর সাকের্লের অতিরিক্ত পুলিশ সুপার সারোআর আলম, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান, ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক (টিআই) আবু নাহিদ পারভেজ চৌধুরী, বাংলাদেশ হিন্দু ,বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখা ও সৈয়দপুর উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল চন্দ্র রায়, শিল্পপতি গোকুল কুমার পোদ্দার, নীলফামারী সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাফিজুর রশীদ
মঞ্জু, নীলফামারী জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, সৈয়দপুর সিটি অন্দোলনের আহবায়ক তামিম রহমান, সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম টিটো প্রমুখ। পরে সেখানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজুর পক্ষ থেকে শহরের হরিজন সম্প্রদায়ের নারীদের মাঝে আড়াই শত শাড়ী বিতরণ করা হয়। সংসদ সদস্য
আসাদুজ্জামান নূর তাদের হাতে শাড়ীগুলো তুলে দেন। জানতে চাইলে শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু বলেন,
সকলের সাথে পূজার আনন্দ ভাগাভাগি করতে শাড়ি বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য এবারে সৈয়দপুর পৌর এলাকাসহ উপজেলার ৫টি ইউনিয়নে ৮৬ টি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আজ অনুষ্ঠিত হবে কুমারি পূজা। কাল বৃহস্পতিবার মহানবমী ও পরশু শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিনের দুর্গোৎসব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here