পাকিস্তানের পরমাণু বোমার জনক কাদির খান প্রয়াত

0
348

খবর৭১ঃ পাকিস্তানের পরমাণু বোমার জনক আবদুল কাদির খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। রবিবার রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র পিটিভি এ খবর জানিয়েছে।

পাকিস্তানকে বিশ্বের প্রথম মুসলিম পরমাণু শক্তিধর দেশ বানানোর কৃতিত্ব আবদুল কাদির খানের। নিজ দেশে তিনি জাতীয় বীর হিসেবে নন্দিত। কিন্তু পশ্চিমে তিনি নিন্দিত। কারণ তাদের দৃষ্টিতে দুর্বৃত্ত রাষ্ট্রগুলোতে প্রযুক্তি পাচারের জন্য তাকে বিপদজনক হিসেবে মনে করা হতো।

পিটিভির খবরে বলা হয়েছে, ফুসফুসে সমস্যা দেখা দেয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক ‍টুইটে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাক বলেন, জাতির জন্য তার (ড. আবদুল কাদির খান) অবদানকে সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে পাকিস্তান! আমাদের প্রতিরক্ষা বিভাগে সক্ষমতা বৃদ্ধিতে মূল্যবান অবদানের জন্য পাকিস্তানি জাতি তার কাছে চিরঋণী থাকবে।

১৯৩৬ সালে অবিভক্ত ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে জন্মগ্রহণ করেন বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. আবদুল কাদির খান। পরে ১৯৪৭ সালে দেশভাগের পর পরিবারের সাথে তিনি পাকিস্তানে চলে যান। পাকিস্তানের পরমাণু কর্মসূচির জনক হিসেবে কাদির খান পাকিস্তানিদের কাছে জাতীয় বীর হিসেবে পরিচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here