৮০টি সোনার বারসহ বিমানের কর্মচারী ধরা

0
213

খবর৭১ঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি সোনার বারসহ আটক হয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মচারী। তার নাম মো. বেলাল উদ্দিন। বেবিচক এর এই কর্মচারী সংস্থাটির এএসজি পদে কর্মরত।

শনিবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা তাকে আটক করেন।

তার কাছ থেকে উদ্ধার করা ৮০টি সোনার বারের ওজন ৯ কেজি ২০০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা। এসব সোনার বার কোথা থেকে, কীভাবে এসেছে এই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি শুল্ক গোয়েন্দা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক সুলতান মাহমুদ বলেন, চোরাচালানের এই ঘটনায় আটক বেবিচক কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here