লক্ষ্মীপুরে সার বিক্রিতে অনিয়মের অভিযোগ

0
633

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে সার বিক্রেতাদের বিরুদ্ধে। সরবরাহ কম দেখিয়ে কৃষকদের কাছ থেকে এ অতিরিক্ত অর্থ নেয়া হচ্ছে।

কৃষকদের অভিযোগ, তারা ন্যায্যমূল্যে সার কিনতে পারছেন না। কৃত্রিম সংকট তৈরি করে সরকারি ও খুচরা ডিলাররা বেশি মূল্যে তাদের সার কিনতে বাধ্য করছেন। সার কিনতে গেলে দেয়া হচ্ছে না মূল্য রশিদ। এ অবস্থা চলতে থাকলে ধানের উৎপাদন ব্যয় বাড়বে বলে দাবি কৃষকদের।

জেলার ৫ উপজেলায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলার রয়েছেন ৯০ জন। এর বাইরে খুচরা ডিলার আছেন ৪৪৭ জন। তবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেয়ার অভিযোগ নাকচ করেছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক ড. মো. জাকির হোসেন জানান, জেলার সারের আড়ৎ কিংবা দোকান, কোথাও দেয়া নেই সারের সরকার নির্ধারিত মূল্য তালিকা। তবে দামে গরমিল কিংবা কৃষকদের হয়রানির কোনও অভিযোগের সত্যতা মিললে ডিলারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here