তালায় ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

0
241

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা উপজেলার ১১ ইউনিয়নে ৬টিতে নৌকা ৫ টিতে সতন্ত্র প্রার্থী জয় লাভ করেছে। তবে ইভিএম ৩ ইউপিতেই বে-সরকারী ফলাফলে আওয়ামী লীগ প্রার্থীর বিজয়ী ঘোষনা করা হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ভোটারা প্রবল বৃষ্টি উপেক্ষা করে স্বতস্পূর্তভাবে ভোটাধীকার প্রয়োগ করে। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৩ টি ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হয়। ৬ নং তালা সদর ইউনিয়নে সরকার জাকির হোসেন (নৌকা) ৭ হাজার ৮শত ৮১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদন্দ্বি প্রার্থী এস এম নজরুল ইসলাম (লাঙ্গল) ৭ হাজার ১শত ১৯ ভোট পেয়েছেন। ১২ নং খলিলনগর ইউনিয়নে প্রনব ঘোষ বাবলু(নৌকা) ১০ হাজার ৩শত ৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বি এস এম আজিজুর রহমান রাজু (আনারস) ৭ হাজার ৩শত ৩৫ ভোট। ৫ নং তেঁতুলিয়া ইউনিয়নে আবুল কালাম ( নৌকা) ১১ হাজার ১শ ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বি আফতাব উদ্দিন (চশমা) পেয়েছেন ২ হাজার ৩ শত ভোট। সর্বশেষ বেসরকারী তথ্য মতে, রাত ১১ টা পর্যন্ত ১নং ধানদিয়া ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন (উড়োজাহাজ), ২ নং নগরঘাটা ইউনিয়নে কামরুজ্জামান লিপু(নৌকা), ৩ নং সরুলিয়া ইউনিয়নে সাংবাদিক আব্দুল হাই (মোটরসাইকেল), ৭ নং ইসলামকাটি ইউনিয়নে গোলাম ফারুক (চশমা), ৮ নং মাগুরা ইউনিয়নে গনেষ দেবনাথ (নৌকা), ৯ নং খলিশখালী ইউনিয়নে সাংবাদিক মোজাফ্ফর রহমান নৌকা), ১০ নং খেশরা ইউনিয়নে কামরুল ইসলাম লাল্টু (আনারস), জালালপুর ইউনিয়নে এম মফিদুল ইসলাম লিটু (আনারস) প্রতীক নিয়ে প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here