পণ্যবাহী পরিবহন শ্রমিকদের ৭২ ঘণ্টার কর্মবিরতি চলছে

0
210

খবর৭১ঃ ১৫ দফা দাবিতে সারাদেশে বাংলাদেশ কার্ভাডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের ডাকা ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু হয়। চলবে ২৪ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত।

ট্রাক মালিক-শ্রমিক নেতারা জানান, করোনা পরিস্থিতিতে সারাবিশ্বের ব্যবসা-বাণিজ্য যখন বিপর্যস্ত, সেই সময় সরকার পণ্য পরিবহন মালিকদের ওপর অগ্রিম আয়কর চাপিয়ে দিয়েছে। তা বাতিলের পাশাপাশি মহাসড়কে গাড়ির কাগজপত্র চেকিংয়ের জন্য স্থান নির্ধারণ, প্রতি ৫০ কিলোমিটার পরপর পণ্য পরিবহন শ্রমিকদের জন্য বিশ্রামাগার নির্মাণ, সব শ্রেণির মোটরযানে নিয়োজিত সড়ক পরিবহন শ্রমিকদের রাষ্ট্রীয় বাহিনীর মতো রেশনিং সুবিধার আওতায় আনা, সরকার অনুমোদিত ইউনিয়নগুলোর কল্যাণ তহবিলের চাঁদা আদায়ে বাধা অপসারণসহ ১৫ দফা দাবিতে তারা পালন করছেন কর্মবিরতি।

কর্মবিরতি চলাকালে এসব পরিবহন রাস্তায় চলাচল করবে না এবং সংশ্লিষ্টরা কেউ অফিসে যাবেন না। মালিক শ্রমিকদের জীবন জীবিকা এবং শান্তিপূর্ণ ব্যবসার পথে সব বাধা দূর ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here