দেশের করোনা পরিস্থিতি ‘স্বস্তিকর’ দেখছে স্বাস্থ্য অধিদপ্তর

0
166

খবর৭১ঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ বাংলাদেশে এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তুলনামূলক ভালো। এই পরিস্থিতিকে ‘স্বস্তিকর’ হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘পুরো বিশ্বের মতো দক্ষিণ-পূর্ব এশিয়াতেও করোনাভাইরাস ভীষণভাবে আক্রমণ করেছিল। এখনো দেখা যাচ্ছে, এ অঞ্চলের মধ্যে ইন্দোনেশিয়ার পরিস্থিতি অন্য যেকোনো দেশের চেয়ে একটু বেশি ঝুঁকির মাঝে আছে। এরপরেই রয়েছে ভারতের অবস্থান। এই দুই দেশে গত এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা অনেক কম, যদিও প্রতিটি প্রাণই অনেক মূল্যবান। সেই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার যেকোনো দেশের চেয়ে তুলনামূলকভাবে আমরা স্বস্তিকর অবস্থায় রয়েছি।’

নাজমুল ইসলাম বলেন, ‘গত এক সপ্তাহে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৫১৬ জন, যা কি না তার আগের সপ্তাহের চেয়ে পাঁচ হাজার ৯২১ জন কম। অর্থাৎ ২৬ শতাংশ কম। সেই সঙ্গে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে তার আগের সপ্তাহের তুলনায় ১৮০ জনের মৃত্যু কম হয়েছে, যা ৩২ শতাংশ কম। এটি হচ্ছে অত্যন্ত স্বস্তিদায়ক।’

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সংক্রমণের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন জুলাই মাসে, যা তিন লাখ ৩৬ হাজার ২২৬ জন। আগস্ট মাসে রোগী শনাক্ত হয়েছেন তার চেয়ে খানিকটা কম। আর চলতি মাসের ১১ সেপ্টেম্বর পর্যন্ত শনাক্ত হয়েছেন ২৭ হাজার ৯২৪ জন।’

তবে শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবকদের জটলা সংক্রমণকে প্রভাবিত করতে পারে বলে সতর্ক করে তিনি বলেন, সংক্রমণের এই নিম্নমুখিতায় স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। সেখানে শিশু কিশোরদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রাখতে হবে। একে অপরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে যেন কোনো অবস্থাতেই সংক্রমণের আগের চেহারা ফিরে না আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here