জগন্নাথপুর পৌরসভার ৫১ কোটি ৪১লক্ষ ৩০হাজার টাকার বাজেট ঘোষনা

0
429

মো: হুমায়ুন কবির জগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের ৫১ কোটি ৪১লক্ষ ৩০হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। আজ বুধবার দুপুরে পৌরসভা মিলনায়তনে করোনা সংক্রমনের প্রভাবে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে আড়ম্ভরপূর্ন অনুষ্ঠানে নতুন করে কোন করারোপ ছাড়াই শহরবাসীর কল্যানকর পদক্ষেপ গ্রহনের মধ্যে দিয়ে এই প্রস্তুাবিত বাজেট ঘোষনা করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন। প্রস্তাবিত বাজেটে মোট আয় ৫১ কোটি ৪১ লক্ষ ৩০হাজার টাকা এবং মোট ব্যয় ৫১ কোটি ৩৮ লক্ষ ৩০ হাজার টাকা, উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩লক্ষ টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ১ কোটি ৯১লক্ষ ৩০ হাজার টাকা, রাজস্ব ব্যয় ১ কোটি ৮৮লক্ষ ৩০ হাজার টাকা, উন্নয়ন আয় ৪৯ কোটি ৫০লক্ষ টাকা, উন্নয়ন ব্যয় ৪৯ কোটি ৫০লক্ষ টাকা, এছাড়াও উন্নয়ন হিসেবে আয় দেখানো হয়েছে সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা তহবিল ১ কোটি টাকা, আই, ইউ, আই, ডি, পি তহবিল এলজিইডি ৯ কোটি টাকা, আরবান প্রাইমারী হেলথ কেয়ার ২ কোটি টাকা, জলবায়ূ প্রকল্প ৩ কোটি টাকা, পানির লাইন স্থাপন ১৩ কোটি টাকা, ওয়াটার ট্রিটমেন্ট প্লান ১১ কোটি টাকা, ড্রেইনেজ প্রকল্প ১০ কোটি টাকা, নতুন পৌর ভবন নির্মাণ তহবিল ৫০ লক্ষ টাকা, মোট ৫৯ কোটি ৫০লক্ষ টাকা । উন্নয়ন হিসেবে ব্যয় দেখানো হয়েছে রাস্তা নির্মাণ ৭ কোটি টাকা, রাস্তা মেরামত ও সংস্কার ১ কোটি টাকা, ব্রীজ কালভার্ট নির্মাণ ৭৫ লক্ষ টাকা, ব্রীজ কালভার্ট সংস্কার ২৫ লক্ষ টাকা, ড্রেইন নির্মাণ ১০ কোটি টাকা, পানির লাইন স্থাপন ১৩ কোটি টাকা, পৌর ভবন নির্মাণ ৫০ লক্ষ টাকা, বাস টার্মিনাল নির্মাণ ২লক্ষ টাকা, বাস টার্মিল সংস্কার ১লক্ষ টাকা, মার্কেট নির্মাণ / সংস্কার ৮ লক্ষ টাকা, পার্ক নির্মাণ/ বাগান ২লক্ষ টাকা, শ^শানঘাট নির্মাণ / সংস্কার ৩০লক্ষ টাকা, নিজস্ব অফিস ভবন সংস্কার ১০ লক্ষ টাকা, বন্যা নিরোধ প্রকল্প (জরুরী ভিতিত্তে) ১৪ লক্ষ টাকা, বাধ নির্মাণ ৭ লক্ষ টাকা, সাকো নির্মাণ ৩লক্ষ টাকা, নলকূপ স্থাপন ও সংস্কার ১ লক্ষ টাকা, বিদ্যুৎ লাইন স্থাপন/ মেরামত ১২ লক্ষ টাকা, রিং লেট্রিন সরবরাহ/ স্যানিটেশন ১০ লক্ষ টাকা, জলবায়ূ প্রকল্প ৩ কোটি টাকা, আরবান প্রাইমারী হেলথ কেয়া সেবা প্রদান ২ কোটি টাকা, ওয়াটার ট্রিটমেন্ট প্লান ১১ কোটি টাকা, মোট ৪৯ কোটি ৫০ লক্ষ টাকা। বাজেট উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পৌরসভার মেয়র আক্তার হোসেন আধুনিক পৌরসভা গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেছেন এ ক্ষেত্রে পৌরসভার সর্বস্তরের নাগরিকবৃন্দের সার্বিক সহযোগিতা প্রয়োজন। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আলহাজ¦ আব্দুস সামাদ আজাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং জেলার উন্নয়নের স্বপ্নদ্রষ্টা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রতি অভিনন্দন জানান। পাশাপাশি বর্ষীয়ান রাজনীতিবিদ সিদ্দিক আহমদের দীর্ঘায়ু কামনা করেন। পৌর সচিব স্বতীশ গোস্মামীর পরিচালনায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, কাউন্সিলর শফিকুল হক শফিক, কাউন্সিলর কৃ চন্দ, দৈনিক মানব জমিন প্রতিনিধি শংকর রায়, দৈনিক মানব কন্ঠ প্রতিনিধি জহিরুল ইসলাম লাল, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি রিয়াজ রহমান, দৈনিক সুনামকন্ঠ প্রতিনিধি শাহজাহান মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী। এসময় জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলারবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন প্রিন্টস ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here