ইন্দোনেশিয়ায় কারাগারে আগুনে পুড়ে ৪১ বন্দি নিহত

0
259

খবর৭১ঃ ইন্দোনেশিয়ার পশ্চিমে বেনটেন প্রদেশে একটি কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৪১ বন্দি মারা গেছে। আহত হয়েছেন ডজনেরও বেশি মানুষ।
বুধবার (৮ সেপ্টেম্বর) দেশটির সরকারের মুখপাত্র ও মিডিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে টাঙ্গেরাং কারাগারে সি ব্লকে আগুন লাগে। রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
দেশটির আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের মুখপাত্র রিকা অপ্রিয়ন্তি বলেন, কর্তৃপক্ষ এখনো সেখানে কার্যক্রম অব্যাহত রেখেছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান তিনি।
অগ্নি নির্বাপন বিভাগের তদন্তকারীরা বলছেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে।
রিকা অপ্রিয়ন্তি বলেন, কারাগারের ওই ব্লকে মাদক সংক্রান্ত মামলার আসামিদের রাখা হতো। সেখানে ১২২ জন বন্দির ধারণক্ষমতা ছিল।
কিন্তু সেখানে কতজন বন্দি ছিল সে বিষয়ে রিকা অপ্রিয়ন্তি নিশ্চিত করেননি। কিন্তু আগুন ছড়িয়ে পড়ার পর সেখানে বন্দিদের অতি ভিড় লক্ষ্য করা গেছে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে অবস্থিত টাঙ্গেরাং শহর শিল্প-কারখানা ও নির্মাণ শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত।
দেশটির সরকারের চলতি সেপ্টেম্বর মাসের একটি তথ্য অনুযায়ী, টাঙ্গেরাং শহরের কারাগারে ৬০০ বন্দিকে রাখার জায়গা থাকলেও সেখানে দুই হাজারেরও বেশি বন্দিকে রাখা হয়েছিল।
ইন্দোনেশিয়ার পুলিশের মুখপাত্র ইউসুরি ইউনুস স্থানীয় মেট্রো টিভিকে বলেন, অগ্নিকাণ্ডে ৭৩ জন সামান্য আহত হয়েছে। আহতদের দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যারা অক্ষত রয়েছেন তাদেরকে কারাগার কমপ্লেক্সে আলাদা ব্যবস্থায় রাখা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here