করোনায় আরও ৬৫ জনের মৃত্যু, শনাক্ত ২৭১০

0
269

খবর৭১ঃ মহামারি করোনাভাইরাসে দেশে আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬২৮ জনে। আর গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৭১০ জনের শরীরে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জন।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৯.৮২ শতাংশ।

গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন চার হাজার ১২৪ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৪ লাখ ৫৫ হাজার ১৮৭ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ৯১ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৭ জন, চট্টগ্রাম বিভাগের ১৩ জন, রাজশাহী বিভাগের ছয়জন, খুলনা বিভাগের ১০ জন, বরিশাল বিভাগের তিনজন, সিলেট বিভাগের ১০ জন, রংপুর বিভাগের চারজন এবং ময়মনসিংহ বিভাগের দুজন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here