বাংলাদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল ফিলিপাইন

0
167

খবর৭১ঃ
করোনাভাইরাসের কারণে বাংলাদেশসহ ১০ দেশের ওপর দেওয়া ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিলিপাইন। দেশগুলো হলো- ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, ওমান, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। আগামী ৬ সেপ্টেম্বর থেকে এসব দেশের মানুষ ফিলিপাইনে যেতে পারবেন।

প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে ম্যানিলা টাইমস শনিবার এ তথ্য জানিয়েছে।

ঘোষণাটি এমন এক সময়ে দেওয়া হলো যার একদিন আগেই দেশটিতে দৈনিক দ্বিতীয় সর্বোচ্চ ২০ হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ছাড়িয়ে গেছে বিশ লাখ ৪০ হাজার।

সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের দেওয়া সুপারিশ বিবেচনা করে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সম্মতি দিয়েছেন। প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র হ্যারি রক শনিবার এই তথ্য জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here