ভারতে সামান্য কমেছে মৃত্যু, আক্রান্ত ৪৫ হাজার

0
215

খবর৭১ঃ করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে দৈনিক মৃত্যু সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৬৬ জনের। আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৩৫২ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম এনডিটিভি।

বৃহস্পতিবারের তুলনায় এদিন আক্রান্ত ও মৃত্যু কিছুটা কমেছে। বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ৪৭ হাজার ৯২ জন, মৃত্যু হয়েছিল ৫০৯ জনের।

তৃতীয় ঢেউয়ের শঙ্কায় থাকা ভারতে প্রায় প্রতিদিনই ৪০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। মাঝে মধ্যে ৩০ হাজারে নামলেও ফের বাড়ছে সংক্রমণ।

দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৩৯ হাজার ৮৯৫ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ২৯ লাখ ৩ হাজার ২৮৯ জন।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের পেছনে ভূমিকা রেখেছে।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২১ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৫ লাখ ৫৭ হাজার ৩০৭ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here