১৬১ ইউপি ও ৯ পৌরসভায় ভোট ২০ সেপ্টেম্বর

0
327

খবর৭১ঃ করোনা মহামারির কারণে আটকে থাকা দেশের ১৬১টি ইউনিয়ন পরিষদ এবং নয়টি পৌরসভার ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ সেপ্টেম্বর এই ভোট অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এই তথ্য জানান।

ইসি সচিব জানান, আগামী ২০ সেপ্টেম্বর খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীর ১৬১ ইউনিয়ন পরিষদ এবং নয়টি পৌরসভায় ভোট হবে। নয়টি পৌরসভার সবগুলোতে এবং ১৬১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১১টিতে ইভিএমে ভোটগ্রহণ হবে।

কমিশনের পরবর্তী বৈঠকে বাকি ইউনিয়ন পরিষদগুলোর ভোটগ্রহণ নিয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান ইসি সচিব।

এর আগে গত জুনে ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু করে ইসি। কিন্তু করোনা মহামারির কারণে সেই ভোটগ্রহণ আটকে যায়।

প্রথম ধাপে গত ২১ জুন ২০৪টি ইউনিয়নে ভোটগ্রহণ হয়েছিল। আর স্থগিত রাখা হয় ১৬৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here