মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়তেও বাধা নেই, তবে ছেলেদের সঙ্গে নয়’

0
284

খবর৭১ঃ তালেবানের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন, আফগান মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়তে কোনো বাধা নেই, তবে ছেলেদের সঙ্গে নয়।

আফগানিস্তানে ছেলেমেয়েদের একসঙ্গে পাঠদানে রোববার থেকে নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। খবর বিবিসির।

তালেবানের ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি বলেন, আফগান নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার অনুমতি দেওয়া হলেও শরিয়াহ আইন অনুযায়ী মিশ্র ক্লাস নিষিদ্ধ হবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়ে একসঙ্গে পড়তে বা ক্লাস করতে পারবে না।

আবদুল বাকি হাক্কানি আরও বলেন, আফগানিস্তানের মানুষ শরিয়াহ আইনের আলোকে মিশ্র নরনারীর পরিবেশ ছাড়া নিরাপদে তাদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে পারবেন।

এখন থেকে আর ছেলেমেয়েরা একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে না। ইসলামি আইন অনুযায়ী তাদের জন্য পৃথক শ্রেণিকক্ষ থাকবে। এ ছাড়া কোনো পুরুষ-নারীকে শিক্ষার্থী হিসেবে পাঠদান করতে পারবেন না।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পর থেকে ব্যাপকভাবে এ উদ্বেগ ছড়িয়ে পড়েছে, আবারও হয়তো আফগানিস্তানের নারী ও মেয়েরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, যেমন তালেবান এর আগেও করেছিল।

দ্রুতগতিতে দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান বলেছিল, তারা ইসলামের আইনিব্যবস্থা শরিয়া আইনের কঠোর বিধিবিধান অনুযায়ী দেশ শাসন করবেন। সব ক্ষেত্রে তারা ইসলামি আইন চালু করবে।

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার প্রথম সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তির বার্তা দিয়ে তাদের শাসনে নারীরা ‘শরিয়া আইন অনুযায়ী’ স্বাধীনতা পাবেন বলে জানিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here