বেনাপোলে বিপুল পরিমান দেশী ও ভারতীয় ঔষধসহ কাভার্ডভ্যান আটক

0
226

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোল বন্দর এলাকা থেকে বিপুল পরিমাণের দেশীয় ও ভারতীয় ঔষধসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছেন কাস্টম সদস্যরা। বুধবার (২৫ আগষ্ট) দুপুরে বেনাপোল কাস্টম হাউসের আইআরএম টিমের সদস্যরা বন্দরের ৯ নং গেট এলাকা থেকে চালানটি আটক করেন।

এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউসের উপ-কমিশনার এসএম শামীমুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ নকল ঔষধ নিয়ে বন্দরের সিজিসি ৯ নং গেট এলাকায় দাড়িয়ে রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যান (ঢাকা মে: ন-১৩-৬৪০৮) আটক করা হয়। পরে কাভার্ড ভ্যান থেকে ১০ প্যাকেজ কাগজপত্র বিহীন আনুমানিক ৩০ লক্ষ টাকার থ্রি-পিছ, ক্রিম, তিনটি দেশীয় কোম্পানীর এসকেএফ, এসিআই, বিকোন ফার্মাা ও ভারতীয় কোম্পনীর কোভিড-১৯ এর ঔষধ পাওয়া যায়। আটকের সময় কাভার্ডভ্যানের ড্রাইভার হেলপার পালিয়ে যায়। পরে কাভার্ডভ্যাসহ উদ্ধারকৃত পণ্য কাস্টমস হাউসে নিয়ে আসা হয়েছে এবং চোরাকারবারীদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here