আরও ২৬৭ ডেঙ্গি রোগী হাসপাতালে, মোট মৃত্যু ৪০

0
198

খবর৭১ঃ

থামছে না ডেঙ্গির ভয়াবহতা। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে রোগী। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ২৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে ২১৭ জন এবং ঢাকার বাইরে ৫০ জন ভর্তি হয়েছেন। ডেঙ্গি আক্রান্ত হয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৪০ জন মারা গেছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, চলতি বছর (১ জানুয়ারি থেকে) মোট নয় হাজার ১২০ জন ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৯৮৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৯০ জন। এদের মধ্যে রাজধানী বিভিন্ন হাসপাতালে ৯৬৫ ও ঢাকার বাইরে ১২৫ জন ডেঙ্গি রোগী চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি মাসেই ডেঙ্গি শনাক্ত হয়েছেন ছয় হাজার ৪৬২ জন। তাছাড়া জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, জুনে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি হন। চলতি বছর জুলাই ও আগস্ট মাসেই ডেঙ্গি আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে জুলাইয়ে মারা যান ১২ জন ও আগস্টে এখন পর্যন্ত ২৮ জন মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here