৬ দেশ থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত

0
497
ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বাতিল আরব আমিরাত

খবর৭১ঃ ভারত ও পাকিস্তানসহ ৬টি দেশের বাসিন্দারা এখন থেকে কোনোরকম কোভিড-১৯ বিধিনিষেধ ছাড়া আমিরাতে ফিরতে পারবেন। অবশ্য এক্ষেত্রে শর্ত হলো- ভ্রমণের অন্তত ১৪ দিন আগে তাদের করোনা টিকার দুটি ডোজই নিতে হবে। মঙ্গলবার (৩ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এমিরেটস এয়ারলাইন্স।

দুবাইভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৬টি দেশ হলো- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, উগান্ডা, নাইজেরিয়া ও নেপাল।

এসব দেশের বাসিন্দাদের ফিরতে হলে আমিরাতে প্রবেশ করার অন্তত ১৪ দিন আগে টিকার দুটি ডোজই নিতে হবে এবং সঙ্গে সনদপত্রও থাকতে হবে। ঘোষণা অনুযায়ী আগামী ৫ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

অর্থাৎ, ওইদিন থেকে এই ৬টি দেশের বাসিন্দারা সরাসরি আমিরাতে প্রবেশ করতে পারবেন । পাশাপাশি আমিরাতের বিমানবন্দর ব্যবহার করে অন্য গন্তব্যেও যেতে পারবেন।

মঙ্গলবার এসব দেশের ওপর ট্রানজিট ফ্লাইট চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেন আমিরাত ন্যাশনাল ইমারজেন্সি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ)।

তারা জানিয়েছে, অন্য দেশে আটকে থাকা আমিরাতের বৈধ বাসিন্দাদেরও পূর্ণ ডোজ টিকা নেওয়ার সার্টিফিকেট দেখিয়ে দেশে ঢুকতে হবে। তার আগে যাত্রীদের আমিরাতে প্রবেশের জন্য অনলাইনে অনুমতি চেয়ে আবেদন করা এবং ৪৮ ঘণ্টা আগে পিসিআর পরীক্ষায় করোনা নেগেটিভ হওয়ার প্রমাণও দাখিল করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here