পাইকগাছায় লকডাউনের মধ্যে চলছে শিবসার চরভরাটি জমি জবর দখলের প্রতিযোগিতা

0
247

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে শিবসা নদীর চরভরাটি জমি জবর দখলের যেন প্রতিযোগিতা শুরু করেছে এলাকার একটি মহল। লকডাউন কার্যকর নিয়ে প্রশাসন যখন ব্যস্ত সময় পার করছে এ সুযোগে এলাকার কতিপয় ব্যক্তিরা নদীর চরভরাটি জমির জবর দখলে নেমেছে। এ কাজে এলাকার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা রয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলা সদরের প্রাণ কেন্দ্র শিবসা নদীর চরভরাটি জমি উপজেলার লস্কর ইউনিয়নের কড়ুলিয়া গ্রামের চন্ডি চরণ বিশ্বাস নামে এক ব্যক্তি জবর দখল পূর্বক বাঁধ দেওয়ার কাজ শুরু করেন। উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে প্রকাশ্যে দিবালোকে এমন জবর দখল দেখে অবাক হন সচেতন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় সাংবাদিকরা। এ সময় জবর দখলের বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেন চন্ডিচরণ বিশ্বাস। তিনি বলেন, আমি গরীব মানুষ, চরভরাটি জমি পড়ে রয়েছে, স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে জানিয়ে কিছু জায়গা আমি লোকজন নিয়ে বাঁধ দিচ্ছি। সরকারের যখন প্রয়োজন হবে তখন আমি এ জায়গা আবার ছেড়ে দেব। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তার মাধ্যমে জবর দখল কাজ বন্ধ করে দেন। এরপর আবারও কাজ শুরু করলে সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক পুনরায় ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে পাঠিয়ে জবর দখল কাজ বন্ধ করেন। কিন্তু রাতের আঁধারে কিংবা কাউকে না কাউকে ম্যানেজ করে জবর দখল কাজ অব্যাহত রাখতে পারেন এমন আশংকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছে এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here