বাগেরহাটে করোনায় কর্মহীনদের মাঝে পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

0
290

স্টাফ রিপোটার,বাগেরহাট: বাগেরহাটে করোনায় কর্মহীন ও লকডাউনের মধ্যে আর্থিক সংকটে থাকা বাগেরহাটে নিম্ন আয় ও বিশেষ শ্রেণি-পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বাগেরহাট শহর, মুনিগঞ্জ ও হাড়িখালি সহ বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ও মো. মিজানুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, করোনাকালীন সময়ে মানুষ এক ধরণের সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। লকডাউনের ফলে এই সংকট আরও বৃদ্ধি পেয়েছে। তবে সব থেকে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ও বিশেষ পেশার মানুষেরা। তাই এসব মানুষকে করোনা সংক্রমন থেকে বাঁচাতে এবং সরকার ঘোষিত লকডাউনের বিধি নিশেধ মান্য করতে খাদ্য সামগ্র্রী বিতরণ করেছি। এই সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here