পর্যটকদের দারুণ সুখবর দিল ভারত

0
346

খবর৭১ঃ অর্থনীতি চাঙা করতে ধীরে ধীরে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এ কারণে বিদেশি পর্যটক টানতে সুখবর দিয়েছেন ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার (২৮ জুন) সীতারামণ এক ঘোষণায় বলেছেন, আন্তর্জাতিক যোগাযোগ শুরু হলে প্রথম পাঁচ লাখ বিদেশি পর্যটক ভারত ভ্রমণের আবেদন করবেন, তাদের কোনো ভিসা ফি দিতে হবে না। অর্থাৎ আবেদনকারী প্রথম পাঁচ লাখ পর্যটকের জন্য ভারত ভ্রমণে ভিসা চার্জ পুরোপুরি ফ্রি।
তিনি আরও বলেন, ‘এই ঘোষণা ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত থাকবে। তবে যেদিন পাঁচ লাখ পর্যটকের কোটা পূরণ হয়ে যাবে, ফ্রি ভিসার অফারও সেদিনই শেষ হবে। একজন পর্যটক একবারই এই সুবিধা পাবেন।’

করোনার ধকল সামাল দিয়ে দ্রুত ভারতের পর্যটন খাত চাঙা করতে নতুন উদ্যোগ বলে মনে হচ্ছে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here