রাজশাহী বাগমারায় করোনাকালিন সেবা দিতে পল্লী বিদ্যুতের ভ্রাম্যমান বিল বুথ স্থাপন

0
341

মোঃ সাইফুল ইসলাম, বাগমারাঃ নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ বাগমারা জোনাল কার্যালয়ের অধীনে মহামারি করোনাকালে এলাকার গ্রাহকদের সুবিধা দিতে পল্লী এলাকায় বিদ্যুৎ ভ্রাম্যমান ক্যাশ বুথ বসিয়েছেন।
বাগামারা জোনাল উপজেলা সদর ভবানীগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার উপজেলায় অবস্থিত ভবানীগঞ্জ পল্লী বিদ্যুতের আওতায় উপজেলার বাসুপাড়া ইউনিয়নের তিনটি স্পটে গ্রাহকদের গত ও হালনাগাদ বিল নেয়া হবে। গ্রাম এলাকায় করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে।
সীমান্তবর্তি জেলা হয়ে করোনার ঢেউ বাগমারায় অপ্রতিরোধ ভাবে গ্রাম এলাকায় বিস্তার করায় সচেতন মহল উদ্বিগ্ন রয়েছেন। এমন অবস্থায় পল্লী বিদ্যুতে বাগমারা জোনাল অফিস হতে এলাকার বালানগর উচ্চ বিদ্যালয় মাঠে, নন্দনপুর চিকাবাড়ি মাদ্রাসা মাঠে ও দ্বীপনগর ইউনিয়ন পরিষদ মাঠে বিল নেয়ার ব্যবস্থা করা হয়।
নাটোর পল্লী বিদ্যুতের বাগমারা জোনাল কার্যালয়ের ডেপুটি জেলারেল ম্যানেজার (ডিজিএম) মিনারুল ইসলাম স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে আগামীাকাল রবিবার সকাল ৯টা হতে বেলা ১টা পর্যন্ত একটানা বিল নেয়ার কথা বিটিসি নিউজকে জানিয়েছেন।
গ্রাম এলাকায় বিল নেয়া-দেয়ার সুযোগ করায় এলাকাবাসী নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ বাগমারা জোনাল কার্যালয়ের অধীনে সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here