ঠাকুরগাঁওয়ে ২টি অক্সিজেন কনসেন্ট্রেশন মেশিন দিলেন মির্জা ফখরুলের পরিবার

0
399

সোহেল পারভেজ,ঠাকুরগাঁওঃ করোনার প্রকোপ বৃদ্ধিতে জেলার করোনা রোগীদের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তাঁর ৭ ভাইবোন।

করোনা চিকিৎসায় রোগীদের অক্সিজেন সংকট কাটাতে ২ টি সয়ংক্রিয়ভাবে অক্সিজেন উৎপাদন ও ডিস্ট্রিবিউশনকারী “অক্সিজেন কনসেন্ট্রেশন মেশিন” ঠাকুরগাঁও সদর হাসপাতালকে প্রদান করেন বিএনপি মহাসচিবের পরিবার।

মির্জা পরিবারের পক্ষ থেকে ফখরুলের ছোটো ভাই বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমীন মেশিন দুটি হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ চপলের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

রোববার দুপুরে এই হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র কনসালটেন্ট জিপি সাহা, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাকিবুল আলম চয়ন, প্রেসক্লাব সহ সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, সহ সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকারসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা।

দাতাদের ধন্যবাদ জানিয়ে হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ চপল জানান, মেশিনগুলো করোনা ইউনিটে মুমূর্ষু রোগীদের জরুরী অক্সিজেন দেয়ার কাজে ব্যবহার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here